সময়গুলো নষ্ট হচ্ছে না !
রাস্তায় রথে বসে বসে
বন্দরের পাশে
দাড়িয়ে, ঘুমিয়ে, ঝিমিয়ে,
প্রহরের পর প্রহর যায় পেরিয়ে,
তবুও ফেরা হয়না নিড়ে,
নিজ শেকড়ে।
এসসাথে খাব, আনন্দ করব
উৎসবের দিনে,
প্রহর পেরিয়ে যায়
তবু সবে বুক বাঁধে নতুন আশায়।
রথে বসে, বন্দরে বসে।
শরীর – সে তো শোনে না কোন কথা,
ঝিমানি আসে – মুখেতে, চোখেতে
তবুও ছুটছে সকলে উৎসবের আশাতে।
প্রহরের পর প্রহর যায় পেরিয়ে
রথে, বন্দরে, রাস্তায়,
শেকড়ের মায়ায়।


তবুও - -
সময়গুলো নষ্ট হয়না
মনেতে ক্লান্তি লাগেনা।
রথে –বন্দরে – রাস্তায়
সময়গুলো কেটে যায়
মিলনের সুখের আশায়।