তুমি ভুলতে পারোনি সে প্রেম।
তাই সযত্নে গুছিয়ে রেখেছ কপালের জমা ঘাম,
রুমালের ভিজে যাওয়া কোণ,
আচমকা রাস্তা হারানো ঝুপসি অন্ধকারে।
তোমার সমস্ত লুকোনো ক্ষতে
সে ভালবাসা প্রলেপ দিতে পারে।
তোমার জমিতে অঘ্রাণের ধান পাকলে
সে নারী নবান্ন আনে ঘরে।
এমন এক বিচ্ছিন্নতায় আমি আছি  
সমুদ্রের বুকে দ্বীপের মত।
চুল ধোয়া বৃষ্টির মত।
শান্ত জলের অনেক নিচে জমে থাকা পলির মত।
পুরোনো ছবির বুকে ধুলোর আস্তরণের মত।
হয়ত…।