জানি তো,
আমি সে সুর নই,
যাতে তুমি অনায়াস ডুবতে পারো;
আমি সে সুরাও নই,
যা পানে তুমি নিজেকে কমসে কম
বার তিনেক 'রাজাধিরাজ' ভাবতে পারো।
আমি সেই মজা নদীর, হাজা চরের এক অখণ্ড অংশ।
প্রবল বর্ষায় উথাল পাথাল যৌবন,
এক থেকেই বিস্তার করি হাজার হাজার বংশ।
আমি সেই নিস্তব্ধ বিকেল,
পাখিদের ঘরে ফেরার গান।
রাতের পলকা আলোয়,
তোমার চানঘরের,
দু এক কলি গান।
আমিই সেই।