এক ক্রীতদাস তুমি, তাই নিজেকে বন্দী করেছ তালার আড়ালে।
কিছু কি ধরে রাখতে পেরেছ ওই কালো মরচে ধরা লোহার শেকলে?
শব্দেরা যে ভালবাসা খোঁজে ইট কাঠ বোঝাই মেঘ ঠেলে ঠেলে।
একটু একটু করে উঠে গেছি আমি সিঁড়ির অন্ধকার ভেঙে,
মরুচারী হয়ে খুব আড়ালে।
ভিজেছি জন্মের শোধ, ঈশ্বরী হয়ে, খোঁপা খুলে।
এক পালকি প্রেম বিলিয়েছি মরা কুয়াশায় শরীর ভিজে গেলে।
ক্রীতদাস তুমি, তাই নিজেকে বন্দী  করেছ ওই তালার আড়ালে।