তাহলে আমি যাই ?
বলে, সেই যে চলে গেলে ফিরলে না তুমি আজো।
ঝরা পাতার  মালা হাতে শীত বললো
এত বিষণ্ণ থেক না,
একটু খানি সাজো।


নাছোড় বসন্ত তো এসেই গেল,
এক গা শিমুল, কৃষ্ণচূড়ার গয়না চাপিয়ে গায়।
এসেই বলবে, দাওনা এট্টু আলতা রাঙাই
তোমার শুকনো দুটো পায়।


ওই কাজল লতা পাখিদের দৌরাত্ম  লেগেই আছে
গাছেদের পাড়ায় পাড়ায়।
মুখপুড়ির দল জানেও না, সে না এলে এ জেবন বৃথা
এ যৌবন উনুন পোড়া গুচ্ছের কালো ছাই।।