বুড়ি ছোঁয়ার খেলা আমার চিরকালই না পসন্দ।
হয় তুমি বাজী রাখো রাত,
না হয় বেরিয়ে যাও।
আহ! শব্দ নয়,
পৃথিবী ঘুমোচ্ছে।
দরজা ভেজাও আস্তে।
এবার এলে পূর্ণিমাচাঁদ এনো,
চাইনা অমন একাদশীর সরু এক ফালি কাস্তে।
সাঁই, তুমি এমন করে না এলেই পারতে।