---(১)---
ভালোবাসা কি তা প্রতি মুহুর্তে
তোমার কাছে শিখি আমি,
জল ভরা কালো মেঘে শ্রাবণ লিখি আমি…


---(২)---
তুই চলে গেছিস ভালবাসা নিয়ে এক আকাশ..
তুই চলে গেছিস জানে পাহাড়তলির একলা বাতাস।


---(৩)---
মেঘ ছায়ে তুমি উদাসী হ’লে আকাশে’র মুখ ভার
জলভেজা এই ঝুম আষাঢ়েই এসো গো আবার।


---(৪)---
হাজার বছর ধরে পড়ে আছে পথ...
প্রতিটা ধুলোয় দেখ জমেছে শপথ।  


---(৫)---
চোখের কাজল ধেবড়ে গিয়ে আকাশ হল কালো।
হায়! কি করি, আগের মতন বাসবি তো তুই ভালো?


---(৬)---
তবু ভালোবেসো সময়ে’র আবদারে,
আঙুলে’র ফাঁকে আঙুল জড়ানো,
শ্রাবণ ঝ’রলে ‘পরে...


---(৭)---
কেমন যেন চোখের সামনে ঘটছে কিছু,
কত ইতিহাস ছুটছে লেখার পিছু পিছু...