---(১)---
তোমার কোন খবর আসেনি আজো।
বলেনি বাতাস ফুল মালা পরে সাজো।
অপেক্ষারা দীর্ঘ হয়েছে আরো।
বিরহ তো সবে মাত্র বছর বারো।


---(২)---
আজ একটা নদীর ছবি আঁকো অনির্বাণ  
যাতে শুধু আমিই ধরা থাকি।
শরীরের ভাঁজে বসন্ত বিস্ময়
কোমল জোয়ারে লাবণ্য ধরে রাখি।


---(৩)---
আমার একটাও ভাল ছবি নেই রঞ্জা।
যাতে আমার আমি ধরা আছে।
ঘুম নামা চোখে কাকভোর এসে যায়,
ভাঙা আয়নায় জীবন ফের বাঁচে।।


---(৪)---
কিছু শব্দ তোমার মত, কিছু শব্দ দেশ বিদেশ.....
কিছু শব্দ পলক হারায়, চলকে বেড়ায় নিরুদ্দেশ।


---(৫)---
এক অরণ্য অভিমান নিয়ে দূরে চলে যায় চাঁদ,
মেঘের কাছে ফিরে ফিরে আসে, আকাশ পাতে ফাঁদ।


---(৬)---
খুব মন খারাপ করে আমার,
নদীর জলে বৃষ্টিরা ঝাঁপ দিলে....
ভাবি আকাশ ভরা চাঁদ,
তুমি খাতার পাতায় বিন্দু আঁকলে।


---(৭)---
প্লিজ তুমি ঝড় হয়ে এসো,
আমি গাছ হয়ে জড়াব শরীরে।
বৃষ্টি নামুক আজ,
এ পৃথিবীর প্রেমহীন শহরে।।