যত টুকু দক্ষিণা লাগে তা
ছুঁড়ে দিয়েছ ঠাকুর ঘরে,
আর কি প্রয়োজন,
সে ভোগ পিঁপড়েই খাক বা অন্য কেউ,
তার হিসেব করে?
শীততাপনিয়ন্ত্রক যন্ত্র উষ্ণতা মাপে
সুখী দাম্পত্যের বিছানা চাদরে।
টুং টাং এস এম এসের আওয়াজ
বার বার নীল আলো কাটে,  
রাত্রি যত বাড়ে।
আহ কে তুমি? থামো হে এখন,
থামাও তোমার পরকীয়া।
থামাও বিরহ বিলাস।
ছুঁড়ে দেওয়া বাতাসা নকুলদানা'য়
রাখো প্রেম।
রাখো তোমার রামায়ণ মহাভারত
বৈষ্ণব পদাবলী পড়ে
একঘেয়ে কাঁদার অভ্যাস।।