তোমাকে দেখেছিলাম
এক বিকেলের আলোয়,
ক্লান্ত দিন ভার ছেড়ে দিচ্ছিল  
সন্ধ্যের হাতে।
অস্ফুট ঠোঁট ফাঁক করে,
আমার নাম ধরে ডাকলে।
মুহূর্তে ঝড় বৃষ্টি, হাড়-ভাঙা শীত,
জড়িয়ে ধরল শরীর।
ইতিহাসের পাতা উলটে,
উঠে এল একটা গোঙানির শব্দ
বুকের ভেতর লাল-নীল-হলুদ,  
পাখিদের কিচির মিচির।।