(একলা কথা-১)


আমি ত সেই বৃষ্টি মাখি দুপুরবেলায়,
তোমার নাম টা রোজই লিখি মনের খাতায়।
এই শ্রাবণে একবার নয় মন ভিজিও,
জলের মাঝে আমায় ভেবে ঠোঁট ছুঁইও।।


                        ----
(একলা কথা-২)


একা একাই ছড়িয়ে ফেলি মনের কথা,
আলগা হয়ে ধুলোয় মেশে অনেক ব্যথা।
অভিমানের ঝড় বুকে সই রাত্রি হলে,
অতীত তখন একলা বসে কথা বলে।


                       ----
(একলা কথা-৩)


প্রহর গুনি আবার সকাল আসে,
ভালবাসা আলো ছায়ায় ভাসে।
আবার ছুটি মরীচিকা'র পানে...
সে সব কথা আকাশ শুধু জানে।