খামোখা ই দাঁড়িয়ে আছি গলির মোড়ে
সাথী দু একটা স্ট্রীট লাইট এর ম্যাড়মেড়ে  আলো।
জাস্ট দেখলাম ইরার মত দেখতে কে যেন  
রাস্তার বাঁকে ঘুরে গেল।


সেই বিশ বছর আগের দেখা
এখনো কি তেমন থাকতে পারো?
আমি অমনি মাথা মোটাই রয়ে গেছি গো
আমার কথা ছাড়ো।


জানি  দুশো ভাগ ভুল দেখেছি
তবু দাঁড়িয়ে আছি।
ইরার মতই শান্তিনেকতনি ব্যাগ
অনেক খানি  মাটি ছুঁই ছুঁই ঝুল।
চোখে চশমার পাওয়ার বেড়েছে আমার,
জানি সে নয়, যা ভেবেছি ডাহা ভুল।


তাকে দেখেছিলেম  সে বছর ১৯ শে মার্চ
ল্যাঠা চুকে যাওয়ার দিন শেষবার।
কোর্ট চত্বরে হাজির দুজনেই
যেন একটা নদীর মরা দুটো পার।


কত জল গড়ালো তারপর,
এ রাস্তায় আসেনা সে
তবু অপেক্ষা করি মিটমিটে আলোয়
আমি আর একা চরাচর।


ইরাবতী তুমি ছিলে নদীর মতো স্রোতস্বিনী।
আমি স্থির, বলা ভালো কিছুটা স্থবির।
তুমি চলে যাওয়ার পর চোখে প্রবল লংকা বাটার মত জ্বালা।
গুঁড়ো কাঁচে হেঁটে পায়ের তলায়  রক্ত
চশমার কাঁচে শ্যাওলা।


নাহ, বাড়ি যাই, সুজাতা ফেরার সময় হয়ে এলো।
বিশ টা বছর বেহিসেবি থাকে থাকুক
বুকচাপা এলো মেলো।


প্রিয় মুখ রাখি স্ফটিকজলে, বিষাদে জ্বালায় আলো।
ইরা তোমার সাথে হেঁটেছিলাম যে রাস্তা
সে এক আশ্চর্য ভ্রমণ
শূন্য নিকষ কালো।।