বলা নেই কওয়া নেই
দড়াম করে বুকে এসে পড়লে;
যেন কাল বোশেখি ঝড়।
বাঁ দিকের পাঁজর আওয়াজ দিল
খট খট, মড় মড়।
উফ বলিহারি,
দিনে দিনে ওজন টাও বাড়িয়েছো বেশ।
সে কথা মুখে বলিই বা কি করে,
লজ্জার একশেষ।
কালে ভদ্রে বছর শেষে,
ওই এক আধবারই তো তোমার আদিখ্যেতা।
এক আধ ঘন্টাতেই শেষ যত ভালবাসা, আদর
তুমি না..
আস্ত একটা পাগল।  
এক্কেবারে যা তা।
ফের সেই অপেক্ষার মাস,
প্লাস মাইনাস হিসেব কষে ভরিয়ে ফেলব খাতা
তাড়াতাড়ি এসো এবার, কেমন?


ইতি
ওই ঝড় বুকে সওয়া,
এক দোমড়ানো পাতা।।