বড়ো সৃস্টিছাড়া চলন তোমার মেয়ে।
দৃষ্টি দিয়ে আকাশ মাপো
ঝড়কে বুকে নিয়ে।
যখন তখন বৃষ্টি নামাও
শুকনো দেয়াল বেয়ে।
ভয়ে খিল তুলে দিই ঘরে
তবু বাতাস আসে ধেয়ে।
কাছ ঘেঁষে শুই আমি
তোমার শরীর নদী ছুঁয়ে।।