সমস্ত উথাল পাথাল নিমেষে শান্ত হল।
যত জ্বালা পোড়া সব তলিয়ে গেল।
কিন্তু তুমি ফুরিয়ে যাও নি।
হাবিজাবি লেখা স্লেটের ওপর
বুলিয়ে দিলে জলন্যাকড়া।
সব লেখা, ছবি, চাপা পড়ে গেল মোছা জলের দাগে।
তৈরী হবে আবার মন, আসবে সেই আবহ,
আবার সেই ছাই চাপা আগুন থেকে
আগুন লেগে যাবে মনের ভেতর।
অপেক্ষা থাকবে আশ্লেষে, সেই কালবৈশাখী ঝড়ের, বা
জল ন্যাকড়া স্পর্শের।