শেষ কবে ধরেছিলে হাত,
কবে রেখেছিলে ঠোঁট,
শীতে ফাটা ঠোঁটে?
এসো একদিন যদি বসন্ত লেগে,
এ দেহে আবার ফুল ফোটে।
এ খোলা বুকে মুখ রেখে দেখো
লেগে আছে জন্মান্তরের তেষ্টা,
লেগে আছে প্রাচীন শোক।
সব শুষে নাও তুমি,
আমার অসভ্য, মন্দলোক।
কথা তো বলবে শিরার ভেতর বয়ে চলা ঝড়।
আমি চেঁচিয়ে বলব
ওরে কে কোথায় আছিস আমাকে ধর।
নেমে এসো প্রাসাদ থেকে রাজা
আমি বাসন্তিকা আমি যে তোমার ঘর।।