তোমায় ছুঁয়ে বাতাস চলাচল
তোমায় নিয়েই নদীর ছল ছল।
কত সহজে সহজ থাকি
নদী তীর ছুঁয়ে,
অকারণ কাঁদি বসে,
তবু বুক ভাসে না ক্ষয়ে।
আমি তোমার ভাবনায় নিরন্তর,
বয়ে চলি নদীর মত।
ক্লান্তি, কষ্ট থেকে ‘ভালবাসা’ তুলে আনি
মালা করে গাঁথি প্রতিদিন,
প্রতিনিয়ত...