দিন ভর শুধু অপেক্ষারা সারি দিয়ে,
দাঁড়িয়ে থাকে আমার বারান্দায়...
দূর থেকে তোমার পায়ের,
পাতার শব্দ শোনা যায়।
মৃত শব দেহের ওপর যেন সরে যায়,
পাতলা সাদা চাদর।
আসে সুগন্ধ, ভাসে কথারা,
ঘরময় ছড়ায় শীত শীত আদর।।
টুপটাপ খসে পড়ে কত অভিযোগ, অভিমান
গড়ায় ফাঁকা রাস্তায়।
যেন অনাদরের নিমফুল, পুরোনো খাতায়।।
হাত ছুঁয়ে থাকে হাতের ভেজা আঙুল,
এখনি সময় শেষ হয়ে যাবে,
মহা অস্টমীর বাজনা বেজে শুরু হবে নবমী।
স্নান শেষে পিঠে পড়ে থাকবে
শুধু অবেলার ভিজে চুল।।
একবার ছুঁতে দেবে?
তোমার ও কলকল কথা বলা ঠোঁট?
দেখব, কতটা প্রলয় লুকোনো আছে আজ,
দখিন বারান্দায়....
অনির্বাণ, কবে শেষ হবে তোমাকে চাওয়ার এ মহাপ্রলয়?
কবে জিতে যাবে ভালবাসা, হেরে যাবে ভয়??
কবে??