'আমি আসছি',
এই একটা ছোট্ট শব্দে কত গুলো পাখি ডানা গুটিয়ে বসে।
কত গুলো নদী, মোহনায় এসে কান্না বুকে মেশে।
তা কি তুমি জানো?


জাননা, তুমি প্রতি পায়ে দূরে চলে গেলে
আমার বুকে চাপ ধরা কষ্টগুলো অনায়াসেই ফিরে আসে।
হাওয়াতে তোমার কথার টুকরোরা বেতালা বাউল হয়ে ভাসে।


শুধু আমি স্থির থাকি।
বুকের গতিজাড্যে পাড় ভাঙে ভুমিকম্প, জলোচ্ছাস।
খাঁ খাঁ ফুটপাথে তবু তীব্র তাপ,
পুড়ে যায় ঠোঁট, জ্বলে যায় জলভেজা ঘাস।


ফের কবে আসবে?
কবে মিহিন অন্ধকারে জাগবে শরীর।
কাঠের উনুনে আগুন দিলেই
গরম ভাতের গন্ধ,
তুমি যে প্রেম আমার পোড়া মাটির।