কালো ধোঁয়ায় ঢেকে আছে আমার কাজোরা গ্রামের
আশ শ্যাওড়া বাবলা গাছের কচি সবুজ পাতা।
লাইনের ধারে কয়লা কুড়ায় যে মেয়ে....
আমি চিনি ওকে,
সবাই ডাকে লতি বলে।
ইস্কুলের খাতায় নাম ছিল 'বনলতা'।
শিথিল হয়ে পড়ে আছে খোঁপা ভাঙা চুল,
আহা একদিন তাতেই তো দিত মালা,
রজনীগন্ধা বেল জুঁই ফুল।
চাহিদা নেই আর জীবনের কাছে কোনো,
শুধু একে একে গুনে যায় মালগাড়ি,
বস্তা ভরে কুড়িয়ে নেয় কয়লা,
অগুনতি কালো সুখ যেন।
ঝাপসা ধোঁয়ায় ঢেকে আছে চারপাশ,
হুঁশ নেই ওর, সুখ খুঁজছে;
জীবন দিয়েছে অনেক টা অবকাশ।
ক্ষ্যাপাটে চোখে জমেছে অনেক ক্ষোভ।
তছ নছ করে লাইনে ঘুরবে,
কয়লাতে বড় লোভ।
কপালে লেপ্টে সাতবাসি টিপ,
শরীর যেন মরা নদীর চর,
কি জানি ও কোথায় থাকে,
কোথায় বা ওর ঘর।