খুব আলতো প্রাণ আছে গাছটা'র,
একেবারে নিচের শেকড়ে।
তুমি জল দাও, ভালবাসা দাও,
দেখো, বিনা নালিশে সে ফিরবে তোমার ঘরে।
সন্তর্পণে বুকে নিয়ে আদর দিও,
স্পর্শ রেখো বুকের গভীরে।
ঠোঁটে ঠোঁট রেখে বৈষ্ণবপদাবলী শুনিও
পাতারা জন্ম নেবেই,
ওর কাঠ কাঠ শুকনো শরীরে।