পাপোষের ওপর এসে পড়েছে
পৌষের ছাপোষা রোদ্দুর।
ফিকে সবুজ চাদরে তুমি যেন  
প্রিয় কোনো মেঘলা বিকেল,
যেন কোন বিচ্ছিন্ন একলা দ্বীপ, সুদূর।


রঞ্জা, তুমি  এত সহজে কেমন করে
উল কাঁটায় বুনে ফেলছ আদর?
ধরে রাখছ ভালবাসার পরিমাপ?
কেমন করে দ্রুত দৃষ্টিতে দেখে,
সাজিয়ে নিচ্ছ সোজা উল্টোর  ধাপ?


অসংকোচে ওড়ে তোমার ধানি রঙ আঁচল,
তোমার অবাধ্য চুল।
সর্বনাশ ডেকে আনে কানের ঝুমকো,
নাকের নাকফুল।


মাথা রাখতে ইচ্ছে করে
তোমার রোদ মেশা কোলে।
তুমি স্তব্ধ হলেও ওই লালচে ঠোঁট
অস্ফুটে কথা বলে।


রঞ্জা, কোটি আলোকবর্ষ আমি ব্যাধ হবো
তোমার শরীরে।
ধারণ কোরো মাটিতে,
ধারণ কোরো শিকড়ে।।