কাল ফিরে যাবে পলাশ,
যাবে আরো ঘন অরণ্যে নিজের ঘরে।
বসন্ত ফুরিয়েছে,
অতঃপর যেতে হবে মোহ ভঙ্গ করে।
অনেক দূরে...
দাম্পত্যর রোজনামচায় আত্মহারা হয়ে,
কেটে গেছে বেশ কটা মাস।
কাছাকাছি ছিল কত পড়শিবিলাস।
শাল, সেগুন, অর্জুন;
তারা থেকে যাবে সবই।
চলে যাবে পলাশ শুধু  
পাহাড়িয়া ধংসাবশেষে।
ফেলে যাবে কিছু রঙবাজ ছবি।
আত্মকথা লিখে রাখবে মাটি আর জল।
লজ্জাগন্ধ ছড়িয়ে লম্পট বাতাস বলবে
চল, ঘরে ফিরে চল।।