এত অসুবিধা করে এসনা,
এলে সব কাজ সেরে এসো।
দু চার হাতা আবেগের সাথে, অল্প একটু
ভালবাসার নুন মিশিয়ে নিয়ে কাছে বসো।
চেখে দেখো, আলজিভ অবধি ছড়িয়ে যাচ্ছে প্রেম,
দাঁতের ফাঁকে উঁকি দিচ্ছে না বলা কথা।
আহ, শরীর বুড়োচ্ছে তাই নানান জায়গায়
ঘুণ ধ’রে কাতর যন্ত্রণা  ব্যথা।
আবেগ, অনেক টাই মশলা মুড়ির সাথে
মাখিয়ে খেয়ে ফেলেছি।
বাকি যে টুকু লেগে আছে কড়ে আঙুলের ফাঁকে,
তার মেয়াদও ফুরোলো বলে।
কে যেন মারা গেছে পেছনের ফ্ল্যাটের নিচ তলায়,
তাই কি আজ সকাল থেকে বার বার
একটা চিল পাক দিচ্ছিল হাওয়া কেটে,
বসেও ছিল ঘোষেদের এন্টেনায়?
হবে তাই।
কি জানি, কে গেল, কার নামে ছড়ানো
রাস্তা জুড়ে সাদা ফুল খই।
স্বপ্নে ভাসে অবিন্যস্ত  চুলে এক বালকের মুখ,
ভাসা ভাসা চোখে বলে
“আমি বেঁচে আছি”
যে গেল সে আমি নই, আমি নই।
মুঠোয় ধরি ঘাসের মত কোমল দুটো হাত
মাথা ছুঁয়ে উড়ে যায় প্লেন,
শূন্যতায় ভরে দিয়ে ছাত।