ছুটছে ট্রেন, টুটছে বাতাস....
লুটছে রোদ, ধুলো মাখা কাশ....
বাক্সবন্দী দুধ, খই, ঘাস....
জমাট বাঁধছে আশ্বিন মাস....
দিলদরিয়া প্রাণ হাঁসফাস.....
সাবলীল প্রেমে ঝোঁকে অমলতাস
গুছিয়ে রাখছি সব অবকাশ....
জীবন্ত দেহ খোঁজে উল্লাস
অনায়াস তুমি এক ‘উপন্যাস’
বোকা বোকা আমি সেই অভ্যাস।।