রাত ভোর তোমাকে খুঁজছি।
দেখি কখন এসে রঙ করেছ,
ঘরের সব কটা সাদাটে দেওয়াল।
জুড়ে দিয়েছ ঝড়ে ভাঙা আয়না,
পাখিদের দিয়েছ খুদকুঁড়ো, আলো চাল।
পাহাড়ের ঢাল বেয়ে চলে যাওয়ার পথে
রেখে গেছ কটা মাত্র কড়ি,
মালসা ভরতি গোবিন্দ ভোগ,
সাথে সোনা মুগ ডাল।
সত্যি আমি জানিনা কে তুমি।
আমার ঈশ্বর?
নাকি আমার ইহকাল পরকাল।।