প্রিয় লাবণ্য কে....


কাল্ ঘুম? ভাল বলেছ,  তা সে অমন করেই আসে বটে,
কাউকে কিছু বুঝতে না দিয়ে পা টিপে টিপে চুপিসারে।
কখন যে এসে ঝুপ করে চোখের অলক্ষ্যে চোখেই বাসা বেঁধে ফেলে
কিছুই বোঝা যায় না।
কত কিছু যে হাতছাড়া হয় ঐ মুহূর্তে।
নাও আমিও এলাম তেমনি পা টিপে টিপে তোমার কাছে।
অনেকটা ঘুমের মাঝে আলতো আবছায়া স্বপ্নের মত।
ঘুমোলে সজাগ আর সজাগ হলেই
বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া।
এমন করে কতবার কতরকম করে এসেছি
তোমার আশেপাশে, তোমার সচেতন মন জানে না।
অবচেতনে কত খেলা কত গল্প করেছি দুজনায়।
হাওয়ায় ওড়া চুলের মত স্পর্শ করেছি আলতো করে।
এমনি গভীর ঘুম ই ত চেয়েছি।
যাতে সর্বাঙ্গীণ করে দেখা যায়, স্পর্শ করা যায়।
তোমার সচেতন মন নিয়ে বড্ড সংশয়।
বড্ড চপলতায় ভরা সে।
বড্ডো অস্থিরমতি সেই ছোট্ট ছটফটে মেয়েটার মত।
এখন শান্ত সৌম্য নিথর তুমি।
আনাচে কানাচে লুকিয়ে থাকা অন্ধকার
সবটুকু ছুঁয়েছুঁয়ে দেখা যায়।
কোন প্রতিবাদ নেই।
কোন প্রতিরোধ নেই।
ঐ কপালের ঘেঁটে যাওয়া গোল টিপটা
এখন কেমন যেন হেলে পড়া সূর্যাস্ত।
সেই তীব্র আবেদন যেন স্তিমিত।
চলো ওই দুই ভ্রুলেখা র মাঝখান থেকে  
আজ যাত্রা শুরু করি।
দেখি কতদুর গিয়ে হারাতে পারি দুজনে।


ইতি তোমার অমিত।