প্রিয় লাবণ্য,


আমি জানি আমার একান্ত আশ্রয় টুকু
জাগতিক ঐশ্বর্য্য ছিনিয়ে নিতে পারে,
পারে না শুধু তোমার থেকে
আমাকে আলাদা ক’রতে।
আদি, অকৃত্তিম, চিরসুন্দর তুমি আমার।
তোমারি আছে সব রকম ভাবে
সেই আশ্রয় টুকু দেবার ক্ষমতা,
প্রচন্ড ঝঞ্ঝা’র মাঝে এক টুকরো
নিরাপদ, নিরাভরণ শান্তি’র কোলে’র কোণ তুমি লাবণ্য।
তুমি পারো দিতে সেই পরম শান্তি,
পরম ঐশ্বর্য মণ্ডিত ক্ষয়হীন ভালবাসা।


ইতি তোমার


অমিত রায়।


--------------------------


প্রিয় অমিত,


তোমায় নিয়ে লেখার শব্দ আমার অসীম।
প্রতিটা শব্দের অনুবন্ধ, অনুচ্চারিত অনুপ্রেরণা তো তুমি।
আর আমার প্রথম উৎসর্গ সেই তুমিই।
আমার লেখার সাদা পাতা টাই তুমি।
আমার আঁকার ক্যানভাসের মত।
আমার আসল অনুভুতির আকাশটাই তো তোমার,
সেখানে আমার দুটো পাখনা মেলে,
মহানন্দে ওড়াই তো আমার নিয়ম।
আর সবাই আমায় দেখে?
ভুল ভাবো, তারা শুধু তাকায় মাত্র।
তোমার মত করে দেখতে কেউ জানেনা।
আমার বৃত্ত তৈরীই হত না তোমার নিটোল অদৃশ্য স্পর্শ ছাড়া।
তুমি জানই না তুমি যে আমার মুক্তির নৈবেদ্য
আমার সন্ধ্যার দেউলদীপ।


ইতি


তোমার লাবণ্য।