শ্রমিক তুমি হাঁটতে থাকো
পায়ের নিচে হোক না ক্ষত।
পুস্প বৃষ্টি সাতশো কোটির,
আমরা ভুলি গাধার মতো।
হাত তালি দাও, ঘন্টা বাজাও
ম্যাজিক হবে ভাগবে রোগ,
‘আমি রাজা’, দেশ টা আমার,
ইচ্ছে মত করব ভোগ।
রোদে জলে যতই ভিজুক,
ওদের শরীর লোহার বল,
চলরে শ্রমিক দম লাগিয়ে
দুটো পা ই তোদের বল।।