একটা একটা অহংকারের ইট দিয়ে তৈরী করেছি
সুদৃশ্য গগনভেদী ইমারত।
তারই পোষাকি নাম রাজপ্রাসাদ ।
দেওয়ালে ভালবাসার রঙ আর জানলায় মখমলি পর্দা।
তার ভিতর শুকিয়ে কুঁজো হয়ে যাওয়া একটা মানবিক সত্ত্বা।
সেখানে দক্ষিনা বাতাস লাগে না, সূর্যের আলো পৌছায় না
মনটা ইট চাঁপা সোনালি হলুদ ঘাসের মত।
সেখানে বসন্তের কোন রঙ নেই, বা
আশ্বিনে আশ্বস্ত হওয়ার মত শরৎ নেই, বা
মনেপ্রানে ভিজবার মত বর্ষা নেই, বা
লুকিয়ে থাকা হেমন্তও নেই।
আছে ধড়াচূড়া পরা নকল আত্মঅহংকারের বৈভব।
যা তোমার আসল রঙ, আসল বসন্ত, আসল বৈভবের থেকে
অনেক দূরে, অনেক কম।
তাই দেখে তুমি অবাক হয়েছ?
আর তোমায় দেখে আমি......