সইয়ে নাও ভালবাসা বইয়ে দাও জলের ঘ্রাণ, তোমার কান্না।
বিরহ রোপন করেছ এ বুকে তা ইতিহাস জানে।
বহুশ্রুত এ প্রবাদ তুমি জান না?
দেখনি? মেঘ জমলেই বৃষ্টি এসে ভেজায় উঠোন খানা?
চাই তার আকাশ ভাঙা ঝড়,
একটা নদীর ধারে ঘর।
কিছু বোকা বোকা অভিমান
খুব একঘেয়ে কিছু গান।
তুমি আলোকবর্ষ  দূরে
আমি ভাসাই জাহাজ খানা।
ভেজা গাঙ শালিকের ডানা
তবু দূরত্ব মানে না।।