হাড়হাভাতে খিদের পেটে ভাতের গন্ধ, বাঁচার সুখ।
প্রতিরাতেই চুপ আঁধারে অন্য মানুষ অন্য মুখ।


মনের খবর? কিসের মন?
ও সব এখন রাখ ভজন।


দেখি দেখি স্ট্রীট লাইটের তলায় এসে ঘুরে ফিরে দাঁড়া।
মন্দ নয়,
চলবে ভালই শরীর জুড়ে নখের কাটাছেঁড়া।


সকাল হতে কলের লাইন, ফুটপাথে ওই বস্তি ঘরে।
রক্তজমা জাং এর ঘষায়,
ঘায়ের  মলম আলতো করে।


সায়ার ফিতেয় থাক না বাঁধা, আধ পেটা সব ইচ্ছে গুলো।
হিসেব করে কি লাভ বলো,
কাল কে শোবে আজ কে শুলো?


শরীর সাথে শরীর মেশে, মন মিশে যায় তক্তপোষে।
শাড়ির সাথে ব্লাউজ সায়া একলা মেঝের দেয়াল ঘেঁষে।


শ্রী