ঘুম ভাঙতেই দেখি তুমি নেই।
অনেক ডাকাডাকির পর আজ স্বপ্নে এসেছিলে;
আমার গালে, ঠোঁটে, আঙুল ছোঁয়ালে।
বৃষ্টি এসে গেল রাস্তায়, গাছের ডালে।


ভিজে আউল ঝাউল হয়ে এসেছ,
নরম চোখের পাতা।
হাতে আধভেজা, পুরোনো, আদ্যিকালের ছাতা।


স্পষ্ট  দেখলাম, টপ করে একবিন্দু জল,
তোমার চুল গড়িয়ে মাটিতে পড়ল;
সেখানে ফুল ফুটে গেল হুট করে।
বেসামাল আমি, আঁচল খসে যায় বেঘোরে।


সপসপে হাতে ধরেছ আমার গরম দুটো হাত।
বাইরে প্রবল বাজ,
আজ খসে পরবে ছাত।


উঠোন জুড়ে বইছে কি এক নাম না জানা নদী।
তুমি ফিরবে কি করে, রাতেই বন্যা আসে যদি?


গাঢ় হয়ে আসে স্বপ্ন নীলাভ ফেনিল মায়া।
শরীরে বইছে সুনামি,
স্বপ্ন ছায়া ছায়া।