তোমাকে নিয়ে লেখা শুরু করলেই
খাতার পাতায় জল।
চোখে চালচুলোহীন নদী।
বিস্তর অভিমান না লিখে,
একটা প্রেমের গল্প লিখতে পারতাম যদি....
কোথায় থাকে জড়ো করা এত কালো মেঘ,
এত উড়ো ঝড়?
এ বুকে বসন্ত আসে যে গলিপথ দিয়ে,
সেখানেই তার ঘর।
একবার এসে ঠোঁটে ঠোঁট বসিয়ে,
মেপে নিতেও তো পারো
নিম্নচাপের কতটা গভীরতা।
এ শরীরের কোমলতায় হাত রেখে দেখো,
তার অবশেষ দহন টুকুর আর্ত তীব্রতা।
প্রিয়, ব্যাকুল চৈত্র হও,  
হও মত্ত বাতাস।
যেখানে উদাসীন ঝরে যায় সেগুন মঞ্জরি
লেখা হয় দীর্ঘ এক চিঠি,
হয় ভালবাসার সাথে
আত্মিক সহবাস।।