এমন বৃষ্টি নীল রাতে
শরীর শীতল হতে চায়,
একবার তোমাকে ছুঁয়ে।
কোঁচকানো চাদরের ভাঁজ জানান দেয়,
পাশে তুমি আছ শুয়ে।।

এমন বৃষ্টি নীল রাতে,
নাপ্রেমেও ভিজে যায় বুক,
ভিজে যায় বিলুপ্ত শোক।


ফিস ফিস কথা বলে কারা?
ওরা সচ্চরিত্র  সমাজের ছায়া
ওরা তোমাদের লোক।।