কেন তুমি বার বার নদী হতে চাও ?
অগোছালো কথা গুলো মাটিতে ছড়াও।
কেন মাখো প্রেম?
কেন আঁকো রঙ ছাড়া ছবি?
অস্ফুটে কি রাখো ঠোঁটের ভেতর?
বৃষ্টিকে বলে দিও ফিরে যেতে,
পাহাড়ের বাঁকে।
তিস্তা কে দেয় যেন তোমার খবর।।