এমন একটা রোগ সেরে যাওয়া আলো নিয়ে আকাশ এল।
সব শুদ্ধ হয়ে যাওয়া গন্ধ নিয়ে বাতাস এল।
বোতাম ছিঁড়ে যাওয়া জামা নিয়ে ঝড় এল।
ভিজে ন্যাতা হয়ে যাওয়া শরীর নিয়ে পাতারা এলো।
শুধু তুই তোর আসার আভাস টুকু পাঠিয়েই খালাস হলি...
আমাকে কি পাগল ঠাউরেছিস?
নাকি সাত বাড়ি ফেরি করে বেড়ানো বাসন ওয়ালী?
নাকি ঘ্যানঘেনে অকাল বৃষ্টি?
যে  কারণে অকারণে তোকে ভেজায় খালি?
প্রতিক্ষণ এই আলো আঁধারে আমার মুহূর্ত  যাপন।
অপ্রকাশিত অনিয়মিত  যে তুই,
সে আমার বড্ড আপন।
হয়ত তুই আসবি তোর খেয়াল মতো, সময় করে।
চুপচাপ  যেমন  জোছনা আসে বন্ধ ঘরে।