গোঁসাই ঠাকুর ঘরে খিল দিও না
বড্ড লজ্জা করে।
ল্যাম্পপোস্টের  নিচে কারা
আনাচ কানাচ ঘোরে।
কেন রোজ আলাদা গন্ধ খোঁজো
এ এক শরীর জুড়ে?
রাত পোহালেই মহান তুমি
মিছে ভক্তির ভারে।
আমি খড়কুটো,
এঁটো বাসন,
পুকুর ঘাটের ধারে।
গোঁসাই বড্ড লজ্জা করে।।