কবে তুমি এমন উজান বেলায় এসে গেলে মা ?
বলো না কেমন করে আমিই বা বড় হয়ে গেলাম?
কবে থেকে "ওই মহাসিন্ধুর ওপার থেকে "গান টা
তোমার এত প্রিয় হয়ে উঠল?
তুমি ত জীবনের গান ভালবাসতে মা?
চাপ চাপ আলোর ছটা এসে পড়েছে তোমার একপিঠ চুলে।
জায়গায় জায়গায় পড়ন্ত বেলার মত উঁকি দিচ্ছে সাদা রূপোলিরা।
বয়ে যাচ্ছে সময় ক্ষয়ে যাচ্ছে তিস্তা পাড়।
আঁকড়ে ধরতে ইচ্ছে করে তোমার মুঠো তোমার আঙুল।
খামখেয়ালী ভাবনা গুলো বড় উচ্ছল আমার আজো।
তুমি সামলে নিও, ধরে থেকো।
বালি সরে যাচ্ছে, পা ডুবে পায়ের পাতা ভিজে সপ সপে।
তোমার নরম আঁচলে মুছে দিও আমার সমস্ত না পাওয়ার তীব্রতা।
তোমার বুকের ওমে আশ্চর্য কুসুম কুসুম আলো।
আমি পান কৌড়ির মত ভেসে আছি,
বিচ্ছেদহীন ডুবে আছি তোমাতে।
বড় উষসী, আমার তারামণির হার তুমি মা।