না, তুমি আর নমনীয় হতে পারনা
কচি ঘাসের মত।
আমার সারাক্ষণের আবদার সয়েও তো
সবুজ হয়েই থাকতে।
সদ্য জল পাওয়া লাউ ডগা হয়ে জড়িয়ে ধরতে
আমার বেমক্কা রাগ,
বেসামাল জেদ,
উড়নচন্ডী ভালবাসা কে।
এক ফুঁয়ে উড়িয়ে দিতে
ফুটপাতিয়া সস্তা ছাতার আড়াল।
অমনি বৃষ্টি ও ঝাঁপিয়ে পড়ত
সারা শরীর জুড়ে।
এখন যেন ভাদুরে রোদ্ লাগা মন
মন্দিরের গায়ে খোদাই করা পাথুরে প্রাণ।