তোমার দুচোখের তারায় নিভে গেছে শার্শির আস্কারা।
সেলোফেন আলো গলে গলে মিশে পলকে পলকে,
ধূসরানীল চোখের উপকূলে ভেঙে পড়ে মাস্কারা-ঢেউ।
ওই লালচে স্বপ্নের বনে ঘোরে ফেরিওয়ালা পশরা হাতে,
মেহেন্দি বিছানো হাতে ঘুরে ঘুরে মরেছে কত নীল মাছি!
ল্যাভেন্ডারি সন্ধ্যা ছুঁয়ে ফেলেছে ঠিক ট্রাফিকের লাল আলো-
রূপালী ঠোঁটদুটো কি ভেজাও এখনো লিপস্টিক চুম্বনে?
জ্বলন্ত আকাশ নিভে গেছে এই রোদের পরতে পরতে,
স্কচের সোনালি বেলায় ডুবে মরেছে কত ভ্রমরার দল?
চতুষ্কোণ বরফের ঘ্রাণ চেনাবে আগামী সরাইখানা-
জাফরানি দেহে আঁচড় রেখে যাব পাগলপ্রায় আদরের মতো।
খরজের তারে ক্লান্ত মৌচাকের পুড়ে যাওয়া তেল ঢেলে
ঘুমিয়ে থাকো,আরো কয়েকটা দিন-সেতারের মসলিনি স্বাদে।