সব মানুষই কিছু দোষ করে,
তবু রাখে সেটা ঢেকে।


অন্যের দোষ খোঁজা সহজ,
নিজের দোষের থেকে।


বেশিরভাগ মানুষই তাই,
অন্যের দোষ খোঁজে।


সে ভুলে যায় সব অন্যায়,
করেছে যা নিজে।


অন্যের দোষ মানেই যেন,
চাইতে হবে বিচার।


নিজেকে ভালো সাজিয়ে,
করতে হবে প্রচার।


দোষটা হলেও খুবই ছোট,
বানিয়ে তাকে বড়।


এক সাথে সবাই মিলে,
পারলে তাকে ধরো।


অন্যের দোষ হোক যতই,
তার থেকে কম।


যতক্ষণ না পাচ্ছে সাজা,
নেবে না কো দম।