করোনা যুগে চলে না ট্রেন,
যেতে হয় বাসে।


কখনো যদি ভাবো যাবে,
একটু আশেপাশে।


করোনা যুগে মানুষগুলো,
চায় হোম ডেলিভারি ।


যতটা পারে মজুত রাখে,
জিনিস দরকারি।


করোনা যুগে মাস্টাররা,
পড়ান ইন্টারনেটে।


চাল আলুও দিতে হয়,
এসে স্কুলের মাঠে।

করোনা যুগে নেতাদেরও,  
লাগে একটু ভয়।


জনসভাগুলো তাই এখন,
ইন্টারনেটে হয়।


করোনা যুগে কর্মীরা করে,  
ওয়ার্ক ফ্রম হোম।
  
যাতে না ধরতে পারে,  
এসে স্বয়ং যম।