কত রকমের মানুষ আছে,
কত রকমের শখ।


কেউ কথাবার্তা কম বলে,
কেউ করে বকবক।


কেউ আবার অভিনয় করে,
তার আসল জীবনে।


কেউ দেখবে সমস্ত লোকের,
কথা শোনে গোপনে।


কেউ পারলে ঝগড়া লাগায়,
পায় খুবই আনন্দ।


কেউ আবার পুরো মানুষটাই,
আসলে মন্দ।


কিছু মানুষ আছে সন্দেহগ্রস্ত,
সবেতেই অবিশ্বাস।


যতই তুমি তাকে দাও প্রমান,
করে না বিশ্বাস।


কেউ কেউ আবার জ্ঞান দেয়,
দেখায় মহৎ খুবই।


কারো আবার মিথ্যা বলাই,
এখন নাকি হবি।