যেদিন রেখে চলে আসি,

বাড়িতে আমি ফোনটা।


সেদিন খুব খারাপ লাগে,
  
আর কষ্ট পায় মনটা।


সারাদিন ধরে তখন ভাবি,


কখন যাবো বাড়িতে।

এবার থেকে ভুলবো না,

কখনো তাড়াতাড়িতে।

প্রথমেই ফোন টা নেবো,

বাকি জিনিস পরেতে।


থেকে গেলেও নেই ক্ষতি,


ওইসব জিনিস ঘরেতে।

দামি কিছু পরে গেলেও,


হয় না কষ্ট এখন এতটা।


মোবাইল টা হারিয়ে গেলে,


আজকে কষ্ট হয় যতটা।


সাবধানে তাই রাখে সবাই,


কেউ ব্যাগে কেউ পকেটে।

সব সময় ই লক্ষ্য রাখে,


যখন যায় সে মার্কেটে।