মাঝে মাঝে হাসি পায়,
হাসি পায় ভেবে।  


কাজটাকে নিন্দুকেরা,
কেমন ভাবে নেবে।


বলবে নিশ্চই সব দেখে,  
এতো খুবই সোজা।


এর থেকে কঠিন কাজ,  
কারো লেখা বোঝা।


লাইক দেয় এমনিতেই,
কে অতো বোঝে?  


সব কিছু জানি আমরা,
থাকি ক্ষেপা সেজে।


যতই তুমি পাও এখন,
হাজারটা পুরস্কার।


আমরা হলাম নিন্দুক,
করবো তিরস্কার।


মানবো না কি বলবে যা,
এতো সহজেই ?


খুঁত তো আমরা ধরবোই,
প্রতিটা কাজেই।


যতই করি এখন আমরা,
ওই একটু বিতর্ক।


আমরা আছি বলেই তাই,
তুমি থাকো সতর্ক।