এবার কারো বাড়ি গেলে,
পেঁয়াজ নিয়েই যাবো।


মিষ্টির বদলে পেঁয়াজ দিলে,
বেশি আদর পাবো।


পেলে পেঁয়াজ এই সময়ে,
ফুটবে মুখে হাসি।


রাখতে পারবে অনেক দিন,
হবে নাকো বাসি।


অনেক মানুষই খায়না মিষ্টি,
হলে বয়েস বেশী।


পেঁয়াজ পেলে দেখবে তারা,
হবে ভীষণ খুশি।


বাড়বে যত দাম পেঁয়াজের,
নিয়ে গেলে তুমি।


সবার কাছেই হয়ে যাবে,
তখন তুমি দামি।


আমার কথা শুনে তুমিও,
এখন কোথাও গেলে।


এক দুই কেজি নিয়ে যেও,
ভালো পেঁয়াজ পেলে।


খাতির যত্নের হবে না ত্রুটি,
পেঁয়াজ ভালো হলে।


যতই ঝগড়া হোক না আগে,
ওরা যাবে সব ই ভুলে।