অনেক কষ্টে মেয়ে দেখে,
হলেও কারো বিয়া।
বিয়ের পরে অনেক মানুষ,
করে পরকীয়া।

সুপ্রিম কোর্টের রায়ে এখন,
অপরাধ নয় পরকীয়া।
তাই বলে বউ কে ঠকিয়ে,
ওকে বলতে হবে প্রিয়া?

শুনেছি প্রথমে ভালো লাগে,
করলে পরকীয়া।
মনে হয় সে ময়না আমার,
আমি তার টিয়া।

বউ এর কথা বিষ মনে হয়,
তার কথা যেন মধু।
এই পৃথিবী তখন রঙিন লাগে,
যেন মনে হয় জাদু।

কিন্তু এসব টেকে না বেশিদিন,
পুরোটাই টাইমপাস।
কিছুদিন পরে যখন ধরা পরে,
তখন হয় সর্বনাশ।

তখন বউ এর হাতে খেয়ে ঝাঁটা,
খেয়ে বউ এর লাথি।
বলে তখন আর পরকীয়া নয়,
ভালো শুধুই জীবন সাথী।