প্রথম প্রথম লিখতাম আমি,
যখন কোনো কবিতা।


সে সব দেখে হাসতো তখন,
পাশের বাড়ির ববিতা।


বলতো দাদা পড়বে না কেউ,
লিখছো তুমি বেকার ই।


এর থেকে তুমি রাস্তায় বসে,
বেচো রুটি তরকারি।


কিছু টাকা তো পাবে তাতে,
হাতখরচা টা চলবে।


বেকার থাকার জ্বালাটাও,
কিছুটা হলেও ভুলবে।


হাল তখনও ছাড়িনি আমি,
দেখেই ছাড়বো শেষ টা।


প্রতিজ্ঞা আমি করেছিলাম,
চালিয়ে যাবো প্রচেষ্টা।

সফল হতে লাগে অনেক,
পরিশ্রম আর নিষ্ঠা।


তাই এখন কবিতা লিখে,  
ভরাচ্ছি খাতার পৃষ্টা।


একদিন ঠিক সফল হবো,
এটাও জানি আমি।

আজ না হলেও সেদিন হবে,
কবিতা গুলো দামি।