এই দেশে তখন ছদ্মবেশে,
ঘুরে বেড়াতো যারা বিপ্লবী।


ইংরেজরা ভারত ছাড়ো,
এটাই ছিলো মূল দাবী।


কাব্য গ্রন্থে তখন শুধুই,
ছিল দেশ মাতার বন্দনা।


মনের মধ্যে ছিলো সবার,
পরাধীনতার ওই যন্ত্রনা।

ইংরেজরা যতই বলুক,
করে ওরা ন্যায় বিচার।


শাস্তি দেবার নাম করে,
করতো ওরা অত্যাচার।

ওদের কথা মানবে সবাই,
করবে না কেউ অমান্য।

নিজেদের ভাবতো মহান,
আর আমাদের কে বন্য।
  
ওদের সাথে লড়াই করে,
রাসবিহারী আর সুভাষ।

বুঝিয়ে দেয় গরিব হলেও,
নই যে মোরা ওদের দাস।